ভারতবর্ষের এখনকার অবস্থা নিয়ে বিদেশী পত্র পত্রিকা কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের কথা দিয়েই বলা যাক। “শক্তি ও ক্ষমতার সঙ্গে প্রয়োজন ছিল দায়িত্ববোধের। দায়িত্ব থেকে এড়িয়ে গিয়েছে সরকার। মোসাহেবরা মন্ত্রিসভায় থেকে প্রধানমন্ত্রীকে করোনা মোকাবিলার জন্য শুধু বাহবাই দিয়ে গেছেন। এদিকে, টেস্টিং মন্থর হয়েছে, আর মানুষকে আরও বেপরোয়া হতে এবং করোনাকে পাত্তা না দেওয়ায় উৎসাহিত করেছে।”
by সৌভিক ঘোষাল | 11 May, 2021 | 3298 | Tags : Guardian BBC Washington Post time magazine Narendra Modi Covid 19 2nd Wave